Sunday 30 June 2013

একাকী আমি ।

আমি রাত্রি হবো
যদি তুমি স্বপ্ন হও 
একাকী পথের যতিচিহ্ন একে দিবো
যদি তুমি হাত ধরো ।
আমি আকাশ হবো
যদি তুমি তার নীলিমা হও
আমি বৃষ্টি হবো
যদি তুমি তার রিনঝিন আওয়াজ হও ।
আমি সুর হবো
যদি তুমি বাশরি হও 
আমি সীমানা লঙ্ঘন করবো
যদি তুমি অনুমুতি দেও ।
আমি ভালবেসে যাবো
যদিও তুমি কখনো আমায় ভাল না বাস ।

আমি একাকী দুপুর হবো 
যদি তুমি দখিনা হাওয়া হও 
আমি নিরব সন্ধ্যা হবো
যদি তুমি চাঁদ হয়ে আসো ।
আমি পাহাড় হবো
যদি তাতে তুমি ঝর্নাধারা হও 
আমি অস্তিত্বহীন হবো
যদি তুমি ঠাই দাও ।

আমি সূর্যদয় হয়ে আসবো
যদি তুমি সূর্যাস্তে অপেক্ষায় থাক 
আমি বহমান স্রোতে ভেসে যাব
যদি তুমি সমুদ্র বক্ষ হও ।
আমি অমাবস্যা রাত হবো
যদি তুমি পূর্ণিমা তিথি হও ।